Concrete Noun / Abstract Noun
একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে Noun- গুলিকে দুভাগে ভাগ করা যায় । ভাগ দুটি হলো :
1. Concrete Noun
2. Abstract Noun
Concrete Noun
একটু চিন্তা করে দেখলেই বুঝতে পারবে যে , Proper Noun , Common Noun , Material Noun ও Collective Noun— এই চার ধরনের Noun- গুলিকে চোখে দেখতে পাওয়া যায় , স্পর্শ দ্বারা অনুভব করা যায় , শোনা যায় , ঘ্রাণ নেওয়া যায় বা জিভ দ্বারা আস্বাদন নেওয়া যায় । ( The Concrete Nouns can be seen , touched , heard , smelt or tasted . ) অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় ( চোখ , কান , নাক , ত্বক ও জিহ্বা ) দ্বারা অনুভব করা যায় । এগুলি Concrete Noun .
Abstract Noun
কিন্তু Abstract Noun - গুলিকে ওইভাবে অনুভব করা যায় না।
We can touch a book but not love.
Concrete Noun
Abstract Noun
1. Proper Noun : Delhi,
Kalna, Jiban, The Statement.
2. Common Noun : Dog, Cat,
Student, Man, Country.
3. Material Noun : Gold, Milk,
Water, Wood.
4. Collective Noun : Army, Meeting,
Family, Class.Love, Mercy, Cruelty,
Friendship, Hope, Sleep,
Truth, Justice, Desire,
Despair, Darkness, Fear.
যে Noun দ্বারা দোষ, গুন, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে Abstract Noun বলে ।
যেমন :
Abstract Noun
কার নাম ?
Honesty, Kindness,Love
গুণের নাম
Cruelty, Dishonesty
দোষের নাম
Illness, Poverty, Pleasure
অবস্থান নাম
Laughter, Cry, Admission
কাজের নাম
মনে রাখবে :—
1. Arts , Science- এর অন্তর্গত Subject- গুলির নাম Abstract Noun ।
যেমন : philosophy ; physics ; music history ইত্যাদি ।
2. Abstract Noun সাধারণভাবে Singular এবং এর সঙ্গে Singular Verb বসে ।
যেমন : Love is a good quality of man .
আবার plural হিসাবেও Abstract Noun বসতে পারে । তখন তার সঙ্গে plural verb বসে ।
যেমন : Choices vary from man to man . Pleasures of life are temporary .