আর্যাবর্তবর্ণনম বাংলা অনুবাদ

0

মূলপাঠ ১ 


সমস্ত পৃথিবীমণ্ডলের উপভোগ্য উজ্জ্বল সুন্দর লীলাচল স্বর্গলোকের মতো সেবাযুক্ত , গ্রাম্যকবির কথাবন্ধের মতো নীরসের মনোহারী , ভীমের মতো ভারতের ( মহাভারতের ) অলংকার সদৃশ , সর্ব বিষয়ে অগ্রণী , না - পড়া ব্যাকরণের মতো প্রকৃতি প্রত্যয় , নিপাত , উপসর্গ , লোপ তথা বর্ণ বিকার জানে না এমন ( প্রজাদের মধ্যে পতন , উপদ্রব , লোপ তথা বর্ণব্যবস্থাতে কোনো ত্রুটি ছিল না এমন ) , পশুপতি শিবের জটাবন্ধনের মতো প্রস্ফুটিত স্বর্ণপদ্ম ও নীলকমলের উচ্ছ্বলিত রেণু , রাশি রাশি পিঞ্জরিত হংসরূপ ভূষণের দ্বারা অগণিত চঞ্চল চকোর চক্রবাক এবং জলচর পক্ষীকুল দ্বারা মণ্ডিত তীরভূমির দ্বারা , ভগীরথ রাজার কীর্তিপতাকার দ্বারা স্বর্গগমনের সোপান বীথিকা যুক্ত নিম্নাভিমুখী তরঙ্গযুক্ত গঙ্গার পবিত্র জলের দ্বারা , প্লাবিত চন্দ্রভাগের দ্বারা অলংকৃত এক দেশ , পুণ্যকারীদের শরণ , কদলী বনের উদ্যানের মতো সুন্দর , ধর্মের পুরী , সম্পদের ক্ষেত্র , কল্যাণমূলক কাজের আশ্রয় , সাধুজনের ব্যবহারযোগ্য রত্নের আকর এবং আচার্যদিগের ভবন আর্য মর্যাদার শিক্ষা দেওয়া হয় এমন গুরুকুল আর্যাবর্ত নামের এক দেশ আছে ।


মূলপাঠ ২


যেখানে নিরন্তর ধর্ম , কর্ম , উপদেশ দ্বারা সব রকমের ( দৈহিক - দৈবিক - ভৌতিক ) বিপত্তিগুলি শান্ত করে , পুরুষগণ ( শত ) আয়ু দীর্ঘজীবী হয় , সকল প্রজাগণ সুখভোগী হয় । যেহেতু — বৈয়াকরণদের মধ্যে স্ফোটবাদ / শব্দব্রয় দেখা যায় , প্রজাদের মধ্যে ফোড়া - ফুসকুড়ি প্রভৃতি রোগ দেখা যায় না , জ্যোতিঃশাস্ত্রে সূর্যাদি গ্রহ সংক্রান্তি ছিল কিন্তু প্রজাদের মধ্যে গ্রহকৃত দুর্দৈব ঘটনা ছিল না , সাংখ্যদর্শনে ভূতবিকারবাদ অর্থাৎ পৃথিবী , অপ , তেজ , বায়ু , আকাশাদি পঞ্চভূতবাদের বিকৃতি ছিল কিন্তু প্রজাদের মধ্যে ভূত - প্রেতাদির বিকার / দোষ ছিল না , গুল্ম / তৃণ - লতাদির বৃদ্ধি বনভূমিতে ছিল কিন্তু প্রজাদের মধ্যে গুল্ম / প্লিহারোগ ছিল না । গণ্ডক ( গন্ডার ) -এর উত্থান পর্বত ও বনে দেখা যায় । কিন্তু প্রজাদের মধ্যে ফোড়া গণ্ডস্থলে বের হত না ।


মূলপাঠ ৩


যেখানে চতুর গোপ শোভিত সংগ্রামতুল্য গ্রামগুলি , সর্বত্র হস্তিশাবকযুক্ত বনসমন্বিত উঁচু উঁচু পাহাড়ের মতো নগরগুলি , সর্বদা চরণকে মণ্ডিত করে এমন নূপুর সদৃশ পুরগুলি , সর্বদা আকাশে চলমান মহাবাতা ঝড়ের মতো লোকজন , প্রিয়ার আলাপনের সার যৌবনের মতো বনসমূহ , বিট / লম্পট দ্বারা ঘেরা সেবিকার মতো বন ও বৃক্ষ আচ্ছাদিত বাটিকাসমূহ , সুখ বা তৃপ্তির স্থানসমূহ সুন্দর পত্নীসমূহের এবং ইক্ষুক্ষেত্রসমূহের মতো রসযুক্ত ক্রুদ্ধ বানরকুল আকুলিত বা পীড়িত লঙ্কেশ্বর রাবণের কিংকরদের মতো ভগ্নকুম্ভকর্ণের গভীর পূর্ণ সলিলযুক্ত কূপগুলি , সতীব্রতের কারণে দোষশূন্য সূর্য কিরণ সদৃশ কুলস্ত্রীগণ । আরও — ফাল্গুন মাসে বৃক্ষশাখাগুলি পত্রশূন্য হয় । লোকের কিন্তু কখনও বিপদের অংশও দেখা যায় না এবং জন্মায় না ।


মূলপাঠ ৪


যেখানে উত্তম রাজ্য হওয়াতে সকলে প্ৰসন্নচিত্ত, সকল প্রকার সমৃদ্ধির দ্বারা উন্নত , মহোৎসবের পরম্পরা ( প্রথা মেনে চলার পালন কর্তা , সর্বদা স্বর্গবাসী কুলীন ( উত্তমগুণযুক্ত পৃথিবীবাসী ) অকুলীনকে , পৃথিবীতে না - থাকা কুলহীন দেবতাকে ( অর্থাৎ পৃথিবীতে বসবাসকারী উত্তম ব্যক্তি অকুলীন দেবতাকে ) , অহংকারহীন ব্যক্তি দেবরথ প্রাপ্ত / অহংকারযুক্ত দেবতাকে , অনেক ধনশালী ব্যক্তি কতিপয় বসুকে ( ধ্রুবাদি বসুজনকে ) সম্যকভাবে উপহাস করত ।


মূলপাঠ ৫


কেন এই ( আর্যাবর্ত নাম ) দেশ স্বর্গের থেকে বড়ো নয় ? এখানে গৌরবর্ণযুক্ত অথবা শুদ্ধভাবযুক্ত স্ত্রীগণ আছে , ( আর ) অতি সমৃদ্ধ লোকজন , সুন্দর ঘোড়াগুলি তথা ধনদানকারী এমন এবং লোকরক্ষক প্রতিটি ঘরে আছে । কেবল মদ্যপানকারী ব্যক্তিই এখানে রাজা নয় অথবা এখানে রাজার বিরুদ্ধাচারী কেউ নেই । আর অধিক বললে কী লাভ ? 

“ বহু দয়ালু মানুষের সঙ্গে , বহু যোজন বিস্তৃত যে দেশ , যার উত্তর ভাগে ঊর্ধ্বভাগ যুক্ত হিমালয় আছে এমন আর্যাবর্ত কারই - না প্রিয় হয় ? ( অর্থাৎ সকলের প্রিয় ) ”


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top